আমার গান

                                      (১)



উড়তে চেয়েছিলাম আমি তোমার সাথে
তবু উড়তে পারিনি ঘুম ভাঙে মাঝরাতে
আমি স্বপ্ন দেখেছিলাম শুধু তোমায় ঘিরে
তুমি আমার চোখে লেগে আছ সবার ভিড়ে

তুমি আমার করে আমার মাঝে থাকতে চেয়েছিলে
তবু ফিরতে পারিনি আমি সবকিছু ভুলে

আমি বাসতে চেয়েছিলাম শুধু তোমায় ভালো
কেন তোমার আমার মাঝে কেউ দেওয়াল তুলে দিল
তবু বাড়িয়ে আছি হাত, আমায় দিওনা ফিরিয়ে
তোমায় না পেলে আমিও যাব যে হারিয়ে

যদি আসো ফিরে এবার, আর হারাতে দেবনা
আর না এলে তুমি আমার কথা আর ভেবোনা

আমি থাকতে চেয়েছিলাম শুধু তোমার সাথে
তবু রাখতে পারিনি হাত আমি তোমার হাতে
হয়তো নিজেও জানিনা কখন কি চাই আমি
শুধু জানি তোমার হাতেই লেখা আমার আগামি

এবার ফিরে এলে আর আমায় ছেড়ে যেয়োনা
একাকীত্বের বিষণ্ণতাকে আর বাড়িয়ে দিওনা


----------------- (০)---------------       
                                                                   
                                         (২)



কিছুই বদলে যাবেনা তোর থাকা না থাকায়
ভালো লাগার কি বা মানে যদি না থাকিস ভালোবাসায়
কি হবে আর অন্ধকার আলোর তফাতটা বুঝে
যতই কাছে আসবি তুই থাকতে হবে দুচোখ বুঝে

এমন আমার কাগজের
রণে আবার ভঙ্গ দে
কার কি যায় আসে তায়
ওঠা-নামার পারদে
তবুও আঁচল ছুঁতে চাই
ছায়ার মায়ায় হাত বাড়াই
সামনে এসে দাঁড়ালে
কেন চলে যাস তুই আড়ালে

কিছুই আসবেনা ফিরে থেকে তোর অপেক্ষায়
হারিয়ে যাব সবার ভিড়ে থাকবোনা আর ধরাছোঁয়ায়
তোর কি মন চায়না ফিরে আসতে আমার কাছে
কত কিছুই বলার ছিল সবই হৃদয়ে জমা আছে

এমন নেশা ধরিয়ে
কেন গেলি হারিয়ে
যখন চেয়েছি থাকত্রে দূরে
আরোই গিয়েছি জড়িয়ে
আজকে যখন পেছন ফিরে
তাকিয়ে দেখি হাজার ভিড়ে
পাইনা খুঁজেও তোর দেখা
ছিলাম আছি থাকব একা
----------- (০)-------------  

                          (৩)



অল্প ছোঁয়া তোমার পেয়ে
আলতো হাওয়ায় উড়তে চেয়ে
হারিয়ে যাওয়ার ঠিকানা লেখা আকাশে
ভাবতে তো কেউ দেয়নি বাধা
তোমার ওড়নায় দুচোখ বাঁধা
হাত বাড়িয়ে পাইনা খুঁজে চারপাশে

বৃষ্টিভেজা মাটি পায়ে
সবুজ ঘাসে মিশতে চেয়ে
তোমার কোলে তোমার চুলে মুখ ঢাকা
আরেকবার দাও উড়িয়ে
ওড়না আমার মুখ জড়িয়ে
দুহাত বারীয়ে তোমার আদর মাখা

আশেপাশে মেঘ একেলা
পুরনো ছবি ডালপালা
ঝরে যাওয়া পাতা যায় ভেসে
বিকেলবেলায়

তবুও ছবি আঁকি আজ
অচেনা হাতে তুলির কাজ
তোমার সাথে মেতেছি আজ
এ কোন খেলায়

অল্প ছোঁয়া তোমার পেয়ে
আলতো হাওয়ায় উড়তে চেয়ে
হারিয়ে যাওয়ার ঠিকানা লেখা আকাশে
ভাবতে তো কেউ দেয়নি বাধা
তোমার ওড়নায় দুচোখ বাঁধা
হাত বাড়িয়ে পাইনা খুঁজে চারপাশে

ঘাসফড়িং আর প্রজাপতি
তোমার সাথে খুনসুটি
সময় পেলে ঝগড়াঝাঁটি মন খারাপ
খানিক পরেই হুলস্থূল
বালিশ থেকে বেরোয় তুলো
তোমার নখে আমার ত্বকের আর্তনাদ

কত যে স্মৃতি ভেসে যায়
স্বপ্ন ভেবেও ভোলা দায়
অচেনা মেঘের আড়ালে
চাঁদের মায়ায়

আজ কোনো কাজে মন নেই
সে শুধু তোমার জন্যেই
তোমারই কারনে এ মন আমার
দিশেহারা

------------- (০)---------------

No comments:

Post a Comment