প্রেম-অপ্রেম

 
      বৃষ্টির ছোঁয়াতে
                         দেবাশিস মাইতি
ভেসে যায় কাগজের নৌকো
এক বৃষ্টিভেজা দুপুরে
ভরাডুবি খায় অনুভূতিগুলো
সবুজ পাতার ওপর জমতে থাকে
ফোঁটা ফোঁটা জল
আর মিশে গিয়ে ঝরে পড়ে
ভারী হয়ে আসা দুচোখের কোণ থেকে
কালো মেঘ সরে সরে যায় ,
কিন্তু সরে আর যাবেই বা কোথায় ?
আকাশের নীল যত ফিরে ফিরে আসে
সরে যাওয়া মেঘ ঢেকে দিয়ে যায়
আমার মনের আকাশ দ্বিগুন আক্রোশে
তবু বসে থাকি সেই গাছটারই নীচে
ভিজে যায় শরীর বৃষ্টির ছোঁয়াতে
ঝাপসা চোখ মেলে দেখতে পাই
বৃষ্টিস্নাত হয়ে আসছ তুমি ছুটে ,
আমারই দিকে তোমার ওড়না উড়িয়ে ।
নিজের চোখকে নিজেরই বিশ্বাস হয়না ।
তাই চোখটা ঘষে নিয়ে তাকিয়ে দেখি
আমি ঠিক দেখলাম নাকি ভুল ।
দেখি সে ওড়না নয় সাতরঙা রামধনু
আর তার নীচে ছুটে আসে
এলোমেলো কালো মেঘ
নীল-সাদা ভেলায় ভেসে ভেসে ---
হারানো হৃদয়ের ক্যানভাসে ।
________________ o ________________

 কাছে তবু কতই না দূরে 


                        দেবাশিস মাইতি
আমি তোমায় দূর থেকে দেখে যাই ---
তুমি থাকো অন্তরে ,
মন ভাবে তোমায় গিয়ে বলি মনের কথা ।
পরে ভাবি ---
এই তো আছি বেশ ভালো ,
তোমায় নিয়ে রচে যাই স্বপ্ন এলোমেলো
যার বিন্দুবিসর্গও তুমি জাননা ,
শুধু আমি জানি ।
আমার জীবনপঞ্জীর ধূসর পাতায়
লিখে রেখেছি তোমার নাম
সাদা কালি দিয়ে ।
তাই তুমি পড়তে পারনা আমার হৃদয়ের কথা ।
তাও সয়ে যাই ---
তোমায় চোখের সামনে দেখতে তো পাই ।
তোমার সাথে কথা বলা হয়নি কখনও ।
হয়তো তুমি চিনতে পারবেনা আমায় ,
চলে যাবে পাশ দিয়ে
আমার বুকে হিল্লোল তুলে
তুমি উদাসীন , চেতনাবিহীন ।
কিন্তু তোমার ঐ অবচেতন মনে
তুমি যে আমার জীবনে
হয়তো আনমনে জ্বালিয়ে দিলে
কি ধূপের কাঠি যার গন্ধ
আমায় আজও তাড়িয়ে নিয়ে বেড়ায়
শুধু কাছ থেকে তোমায় একটিবার দেখবার জন্য ---
চিরকাল তুমি এভাবেই কাছে থেকো ।
 _________________ o __________________

      এবার প্রেম
                         দেবাশিস মাইতি
তুমি বলেছিলে , ভোরের আলো গায়ে মাখলে
তোমার সারাদিন ভালো কাটে ,
লালচে রোদে হলুদ শাড়ি সবুজ ধানের ক্ষেতে ।

তুমি চেয়েছিলে সকালবেলায়
গাঁয়ের মন্দিরে পূজো দিতে ,
ইচ্ছেমতন দু-তিনখানা বর চেয়ে নিতে –

তুমি প্রশ্ন করেছিলে , দুপুরে সূর্য কি
তার রাগ কমাতে পারেনা ?
দেখো , আকাশে মেঘ করেছে , জল আর ধরেনা ।

তুমি বলেছিলে , বিকেলে আমরা
নদীর ধারে বেড়াতে যাবো –
দেখো , চরে কত ফুল ফুটেছে , খোঁপায়  লাগিয়ে দেবো ।

তুমি ভেবেছিলে , গোধূলি কাটবে
খুবই বিরক্তিকর ভাবে ,
দেখো , আলো –আঁধারিতে পাখিরা সব
বাড়িতে ফিরে যাবে ।

তুমি বললে , এ কোন্ সন্ধ্যে !
চাঁদ হারিয়ে গেলো কোনখানে ?
আমি বললাম , হারাবে কেন ,
এই তো আমার সামনে ।

তুমি বললে , এত রাত হল ,
কোথায় গেলো আকাশের তারা ?
আমি বললাম , পর্দা ঢেকে দিয়েছি ,
আমাদের প্রেমে ওরা ভাগ বসানোর কারা !!!
_______________ o _____________


/* এই কবিতটা লেখার পর আমার রুমমেট কুমারজিৎকে পড়িয়েছিলাম , তখনই কবিতাটা ওর ভাবনার সাথে মিলে গিয়েছিল , তারপরের ইতিহাস প্রায় সবারই জানা । একটাই দুঃখ , কবিতাটা আমার কোনোদিন কোনো কাজে লাগলনা । যেখানেই প্রয়োগ করেছি ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে । এরপরেও যদি কারও উপকারে লাগে তো খুশি হব । */

ছিল বান্ধবী হল প্রেমিকা
                             দেবাশিস মাইতি
তুই যখন থাকিস আনমনে ,
            দেখেছি তোর চোখে অদ্ভুত গভীরতা ।
তুই যখন কিছু ভাবিস একমনে ,
            দেখেছি তোর চোখে একনিষ্ঠ প্রগাঢ়তা ।

হয়তো বলবি আমি শুধুই বন্ধু তোর ,
আমিও ধরে রেখেছি সে বন্ধুত্বের জোড় ।

কিন্তু কতদিন আর শুধু বন্ধু হিসাবে থাকি !
জানি তুই ভালো বন্ধু আমার ,
তাই তোকে বলতে পারছিনা আর
বন্ধু নয় , আমি আজ তোকে অন্য চোখে দেখি ।

জানিনা কিভাবে তোকে বলব সে কথা ,
সম্পর্ক নষ্ট হওয়ার ভয় আমি পাই ।
কিন্তু বন্ধুত্ব আমার প্রেমে রূপান্তরিত ,
হৃদয়ের ইচ্ছা আমি কিভাবে চেপে যাই !

এই নির্মোঘ বাস্তবে আমার সমস্যা একটাই ,
আমি কি করে বোঝাই তোকে কতটা আমি চাই ।

তুই যখন বলিস কিছু কথা
            আমি তোর দিকে উদাস হয়ে তাকাই ,
তোর ঠোঁটের আলতো ভাষায় আমি
            জানিনা কোন্ স্বপ্নের দেশে যাই ।

আমার যে কি অনুভূতি আমিই শুধু জানি ,
তোকে বলব কিভাবে তুই যে বড়ই অভিমানী ।

তবুও চাইনা আমাদের বন্ধুত্ব হয়ে যাক নষ্ট ।
হয়তো আবার সেটাই আমি চাই ,
যদি বন্ধুকে প্রেমিকারূপে পাই
শুধু তখনই পাবনা বন্ধু হারানোর কষ্ট ।

মনের কথা আমি তোকে স্পষ্টভাবে বলি ---
কোনো ভনিতা নয় আমি তোকে ভালোবাসি ,
এটা শুনে তুই যদি সম্পর্ক না রাখিস ,
পরোয়া করিনা , কারণ আমি তোকেই ভালোবাসি ।

তুই ঠাট্টা ভেবে দিসনা উড়িয়ে কঠিন সত্য এটাই ,
হয়তো বোঝাতে পারছিনা এখনও , তোকে কতটা আমি চাই !!!!
___________________ o _________________________

বাঙালী  ভ্যালেন্টাইনস্ ডে
                 দেবাশিস মাইতি
ভেবেছিলাম বিদ্যে পাব তোমার আরাধনায়,
শুভ্র বেশে তোমায় দেখে মন হবে কুসুমিত ।
নিষ্ঠাভরে তোমার চরণে দেব মা অঞ্জলি,
জ্ঞান-শিক্ষা-আলোয় হবে আগামী বিকশিত ।

শুধু এটুকুই তো ছিল মনে ;
এভাবেই তো তোমার চরণে
করেছি পুষ্প নিবেদন বছরে একদিন,
বইপত্র ছুটি দিয়ে সাময়িক স্বাধীন ---
এভাবেই তো . . . . . . . .

কিন্তু হঠাৎ দেখি বছর কয়েক পাল্টে গিয়েছে পরিস্থিতি
শাড়ির ভাঁজে ঝাড়ি মারার হাজারো প্রয়াস,
একটু উঁকি, একটু ঝুঁকি, ‘পেছন ফিরে দেখল নাকি ’ !
চুল সরিয়ে কপাল থেকে আড়চোখে আভাস ।

আর পারিনা ---
মাগো তোমার প্রতি মনঃসংযোগ এরা করতে দেবেনা ।
যেদিকে তাকাই দেখি লাল-নীল-হলুদ-সবুজ পরীরা যাচ্ছে ভেসে ভেসে,
হয়তো তোমায় খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছে রাস্তা;
নাকি প্রকৃত ভক্ত খুঁজতে তোমাকেও পথেই নামতে হবে !
তুমি কি মা প্রেমের দেবী ?
নইলে সবাই কেন ঘুরছে আজ হাত ধরাধরি করে !
পারলে তোমার হাত থেকে বই সরিয়ে এরা লাল গোলাপ ধরিয়ে দিতো ---
হয়তো তাই দেবে আর কয়েকবছর বাদে,
সরস্বতীপূজো হয়ে গেছে বাঙালী ভ্যালেন্টাইনস্ ডে ।
________________________ o ____________________________
 
একটা কবিতা আর কয়েকটা ছবি
                                   দেবাশিস মাইতি
তোমার কালো চুলে ঢেকে থাকা ব্যস্ত কানের দুল
আর চোখে ভাসে স্বপ্ন নাকি আমার বোঝার ভুল ---
শুধু একবার ছুঁয়ে দেখা গেলে থাকতনা সন্দেহ,
একরাশ মিথ্যে আঁকড়ে ভাবি তুমি আমি একদেহ ।

জানি চাইলেই তো আর সবকিছু পাওয়া যায়না ।
তবু যাকিছু আমার ছিল সেটুকু খোয়ানোর গ্লানি,
একটা মেঘলা বিকেলে শেষ সূর্যের ঝলকানি,
তোমার ব্যালকনির ঘেরাটোপ ডিঙানোর সাধ্য আমার নেই ---
তাই নদীর ধারে আমি হাঁটব একা,
তুমি চাইলে বারান্দায় দাঁড়িয়ে থেকো,
তোমার ওড়নার ফাঁসে আমায় আর জড়িয়োনা,
জানি তোমার হাতেই লেখা আমার মৃত্যু পরোয়ানা ।

তোমার চোখের ওপর চোখ রেখে হারিয়ে যাওয়ার ক্ষণ,
আমি হাতড়ে বেড়াই অন্ধকারে, খুঁজি তোমার মন ।
তোমার আলতো ছোঁয়ায় নতুন করে খুঁজি নিজেকে,
আমার ছেঁড়া জামা নেকড়া হয়ে মুছে দেয় মেঝে ।
আর বৃষ্টিভেজা মাটির গন্ধে ঘাস ছুঁয়ে যায় ফড়িং,
পেটের টানে অরণ্যের বাঘ খুঁজে বেড়ায় হরিণ,
তাই আজও আমি তোমার টানে নদীর ধারে যাই
আর স্রোতের জলে নিজের ছায়ায় সান্ত্বনা খুঁজে পাই ।

তুমি বেশ করেছ অবশ মনে দিয়েছ তোমার সব ---
তাই আঘাত দেওয়া তোমারই সাজে,
আমি দশটা-পাঁচটা কাজে যতই ডুবে থাকি তবু
যেন একটা কিছু আজও বুকে বাজে ।

তুলির টানে হলুদ ফড়িং চুমু খেয়ে যায় ঘাসে,
আমার রংচটা বইয়ের পাতায় মোনালিসা হাসে,
গাছের পাতায় ছায়া খোঁজে নীড়হারা দুই পাখি,
আমার দমবন্ধ করে তুমি বাঁধলে হাতে রাখি ।
_____________ o _____________


        তুমি আছ তাই
                      দেবাশিস মাইতি
ভাঙা টালির ফাঁক দিয়ে আধফালি চাঁদ
আবছায়া আলো ফেলে যায়,
আর ভোরের প্রথম আলো চুপিসারে এসে
নাড়া দেয় চোখের পাতায় ।

তবু ঘুম ভেঙে যখন তোমায় চেয়ে দেখি,
ভুলে যাই রাতের সে চাঁদ ---
জানি মেটাতে পারিনি আমি এতটুকু সখ,
দিতে পারিনি মাথা গোঁজার ছাদ ।

তোমার নরম হাতের আলতো ছোঁয়া,
একটা সিগারেটের ধোঁয়া,
বাঁচিয়ে রেখেছে আমাকে ---
নইলে কবেই হয়তো যেতাম চলে,
সব সীমা ছেড়ে তেপান্তরে,
শূণ্যতা ভরে দিতাম দুহাতে ।

সারাদিন কাজের মাঝে ডুব দিয়ে থাকি,
ঝেড়ে ফিরি রাস্তার ধূলো
আর দিনের শেষে তোমার আদিখ্যেতায়
বালিশ থেকে বেরোয় তুলো ।

তবু এইটুকু স্পর্শ তুমি দিলে বলে
আজও হাতে ধরা নেই হারিক্যান,
রাতের নিয়ন আলো চোখ টিপে বলে
তোমার ঘুম ভাঙায় সিলিংফ্যান ।

তোমার গভীর রাতের শরীরি ভাষা,
একটা মায়াবী নেশা,
জাগিয়ে রেখেছে আমাকে ---
নইলে কবেই হয়তো গভীর ঘুমে,
চোখের পর্দা আসত নেমে,
বিদায় জানাতাম তোমাকে ।।
_______________ o _____________

          রোমিও
                   দেবাশিস মাইতি 
তবু তুমিই এখনো আছ আমার মনে,
কিছুটা হলেও আছ ।
তোমার ছেড়ে যাওয়া জায়গাটা
আমি আর একা একজনকে ছিনিয়ে নিতে দিইনি,
যদি সেও আঘাত করে, তবে আমি কার কাছে যাব ---
তাই এবার ভালোবাসাটা বিলিয়ে দিলাম
আরও অনেকের মাঝে ---
দেখলাম এটাই বেশ ভালো ।
এর কিছু মিষ্টি SMS ওকে,
ওরটা তাকে, তারটা একে পাঠিয়ে
দিব্যি চালিয়ে যাচ্ছি,
কেউ টেরও পাচ্ছেনা – শুধু ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছি আমি
আর আমার মুখোশে ঢাকা ভালমানুষি সত্ত্বা ।
জানিনা এ মিথ্যের ঘেরাটোপ থেকে কবে বেরিয়ে আসব ।
হয়তো এভাবেই একদিন ধ্বংস হয়ে যাব আমি ---
নাকি এটাই আসলে নতুন প্রেমের সংজ্ঞা
Always have a Best Possible Replacement.
এই মন পরিবর্তনের যুগে কখন কি হয় কে বলতে পারে !!!
OK......Bye......Take care.....have a nice day........ :)
_________________o_______________ 

বয়সের দোষ
দেবাশিস মাইতি
তোমায় না পাওয়ার আনন্দটা
তোমায় পেয়ে হারানোর  থেকে শতগুনে ভালো ।
তুমি বলবে, এসব পরাজিতদের
মনগড়া সান্ত্বনামাত্র –
সে তুমি বলতেই পারো ।
তবে ভেবে দেখলাম,
দূরে  থাকলে তোমায় নিয়ে যতটা ভাবি,
কাছে এলে ভাবনাগুলো
কেমন যেন এলোমেলো হয়ে যায় ।
তোমার চোখে চোখ রেখে
হারিয়ে যেতে ইচ্ছে করে,
না, কোনো নীল সমুদ্রে নয়,
ধূসর পাহাড়ের বুকেও নয় –
আমার চিলেকোঠার চার দেওয়ালের মাঝে,
যেখানে থাকবে শুধু তুমি আর আমি
আর আমাদের সুখের মুহূর্তগুলো ।
হয়তো তুমি আপত্তি করবে,
হয়তো কেন সত্যিই আপত্তি করবে ।
সেজন্যই তো আমার ভাবনাগুলো
ভাবনা হয়েই রয়ে যায়
আর মুখবুজে পচে মরে
ডায়েরীর পাতায় ভীষন ভয়ংকর
অপরিপূর্ণ মনোবাঞ্ছারূপে –
এই কবিতাও তেমনই একটা  ।
তোমার ছায়াকে জড়িয়ে ধরে
আলিঙ্গন করার মতো ।
থাক, এর বেশী না বলাই ভালো –
নিজেকে চরিত্রহীন করতে কারইবা ভালো লাগে !!!
 ________________ o _________________

ভাই, এই  Video-টা দেখে  inspired হয়ে কবিতাটা লিখেছি , তাই কবিতাটা পড়ার আগে তোরা এই  Video-টা দেখে নিলে ভালো হয় ------------ আর আমার বাস্তব জীবনের সাথে কবিতাটার কোনো সম্পর্ক নেই ------------ নিতান্তই  Video-টা দেখে  Inspired  হয়ে খিল্লির  Mood-এ লেখা ।


  Ye Saali Zindegi

জীবনটা শালা একঘেয়ে হয়ে গেছে –
তুমি –আমি , আমি –তুমি আর কিবা আছে !
সেই একই মুখ দেখতে দেখতে ক্লান্ত ,
এই  তোরা কেউ আরেক বোতল আনত ।
আমি আর পারছিনা একতরফা মানিয়ে নিতে ,
এর থেকে সহজ ছিল রেল লাইনে বডি দিতে ।
এই কি শালা প্রেম করার মানে !
আগে বাঁশ পরে বাঁশ সামনে –পেছনে ।
কে তুমি নন্দিনী , ভেবেছো আগে দেখিনি –
অনেক দেখেছি পারো , এবার রক্ষা করো ,
আমি হতে চাইনা তোমার নতুন দেবদাস –
আরও সূচাগ্র করো তোমার আঁছিলা বাঁশ ,
আবার নতুন কোনো শিকারের তরে ,
আমি তোমায় চিনে গিয়েছি হাড়ে –হাড়ে ।
তুমি সেই জটিল রাশির ভগ্নাংশ ,
জ্বালিয়ে খেলে আমার হাড় –মাংস ।
কোনো ঐকিক নিয়মে তোমার মন বোঝা দায় ,
Integration , derivative সবই নিরুপায় ।
তোমর পেছনে ঢালতে ঢালতে আমার
Bank  Balance  খালি ,
এরপরেও তুমি যেতে চাও বকখালি !
আর কত বকবাচ্চা করবে আমায় !
প্রেমের আঘাতে এবার সত্যিই চলে যাব কোমায় ।
আর একবার যদি ফিরে আসি সেখান থেকে –
আমার দুঃস্বপ্নেও যেন আর না দেখি তোমাকে ।।
________________ o _________________
সপ্তম আশ্চর্য
দেবাশিস মাইতি
তুই মানুষ না তার থেকেও বেশী কিছু – আমি জানিনা,
তুই আমার মতো বাউন্ডুলের কাছে ভগবানের নজরানা ।
হয়তো ভেসে যেতাম অন্ধকারের চোরাস্রোতে তোর দেখা না পেলে,
তোর আদর্শই আজ আমার কাছে নতুনভাবে বাঁচার প্রেরণা ।
…………………
ধুস্‌, আমি এখানে কোনো গান লিখতে বসিনি ।
এবার যা বলব সেটা কঠিন বাস্তব ---
আমার কবিতাগুলো একটাও মনগড়া নয়,
সবগুলোই নিজের জীবনের উপলব্ধি থেকে লেখা ।
নিজের জীবনকে নিয়ে আমি রীতিমতো
ছেলেখেলা করে গেছি শুধু বাস্তব অভিজ্ঞতা
থেকে কবিতা লিখব বলে ।
আমার কবিতায় প্রেমের থেকে বিরহ বেশী,
কারণ – মেয়েদের মনের সাথে কোনোদিন
নিজেকে খাপ খাওয়াতে পারিনি ।
জীবনে চলার পথে বিভিন্ন সময়ে
সাতজন নারী আমার জীবনকে
নানাভাবে নাড়িয়ে দিয়ে গেছে ---
সুদেষ্ণা, দেবজিতা, দেবরূপা, সুতমা, ইপ্সিতা, তুলিকা আর ____ ।
নিজেকে আজ তাই সপ্তম আশ্চর্য বলেই মনে হয় ।
এরা হয়তো কেউ প্রেম দিয়েছে, কেউ নিয়েছে,
কারও সাথে দেওয়া-নেওয়া দুটোই হয়েছে,
কেউবা কেবল ছায়াসঙ্গী হয়েই থেকে গেছে ---
কিন্তু দিনের শেষে এরা কেবল আমার
কবিতা লেখার অনুপ্রেরণা মাত্র ।
কিন্তু এতসবের মাঝে যেটা নীরবে হয়ে যাচ্ছিল
সেটা হল নিজেকে ক্রমশঃ ধ্বংসের পথে নিয়ে যাওয়া ।
ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র, তাই কিছু গুন তো থাকবেই;
মদ-গাঁজা-ডেনের নেশা তিলে তিলে আমায়
ঠেলে দিচ্ছিল মৃত্যুমুখে, আজও হয়তো দিচ্ছে ---
কিন্তু একজন আমার জীবনের চিন্তাধারা হঠাৎ বদলে দিয়েছে ।
সে আমাকে প্রেম দেয়নি,
সত্যি বলতে তার প্রেম চাওয়ার যোগ্যতা আমার নেই ।
বলে রাখি – সেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ;
কিন্তু আর পাঁচটা ছেলে-মেয়ের মতো
স্রোতের হাওয়ায়  গা ভাসিয়ে দেওয়া মেয়ে সে নয় ।
ছোটোবেলা থেকেই সে নিজেকে যুক্ত রেখেছে
সমাজসেবার কাজে – সে সেবার তালিকাও দীর্ঘ ।
আমার মতো প্রেম নিয়ে খেলা করে
কবিতা লিখতে চাওয়া ছেলে তার সাথেও
হয়তো ওই একই খেলা খেলতে চেয়েছিল ---
কিন্তু আজ আমি তার মূল্যবোধের কাছে তুচ্ছ হয়ে গেছি ।
তাই আমি আজ আর তার প্রেম প্রত্যাশা করিনা ।
তাকে ধন্যবাদ জানাই আমার জীবনের চিন্তাধারাটা পাল্টে দেওয়ার জন্য,
আমায় আবার নতুন করে পথ দেখানোর জন্য ---
তোমরা হয়তো জানতে চাইবে কে সেই জন ?
থাকনা সে কথা, সে নিজেই চায়না কেউ জানুক তার নাম,
সে কেবল নীরবেই কাজ করে যেতে চায় মানুষের জন্য ---
আমার জীবনে সাত নম্বর নারীর শূণ্যস্থানটা তাই তারই জন্য রাখা ,
এ কবিতার প্রথম চার লাইনও তারই জন্য লেখা ।
___________________ o __________________
আলো-আধাঁরি
দেবাশিস মাইতি
আমি আড়ালে থাকতে চেয়েছিলাম, অন্ধকারে নয় ---
যেখানে আলো থাকবে, কিন্তু আমি হব একা,
আয়নার সামনে নিজেকে বারবার ফিরে দেখা,
আমার মুখোমুখি শুধু আমি, ভাঙাচোরা আমি ।

আবেগের সাতকাহনে কিছু ভুলতে চাওয়া মুখ
কেড়ে নিয়েছে অনেককিছুই, পাইনি যা চেয়েছিলাম
নিজের করে নিতে, কার দোষ-কি ছিল উপায়
জানতে চাওয়া বৃথা, দিনের শেষে একাই ছিলাম
একাই থেকে গেছি আর তাই এখন
আমার মুখোমুখি শুধু আমি, কোনঠাসা আমি ।

তবুও আমার আড়ালে আর থাকা হলনা,
তলিয়ে গেলাম বিনিদ্র অন্ধকারের পাঁকে ---
যেখানে আগে থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে
আমারই মতো কিছু অন্ধকারের যাত্রী,
আমিও যোগ দিলাম তাদের দলে আর সেখানেও
আমার মুখোমুখি শুধু আমি, নেশাগ্রস্ত আমি ।

এই নেশাই উগরে দেয় কিছু ছাইচাপা সত্যিকে,
ভাবি আবার ফিরে পাব কারও মধ্যে তাকে,
নতুন করে ঝাঁপিয়ে পড়ি নতুন উদ্যোগে ---
কিন্তু সেও কেবল সান্ত্বনা দেয়, বেরিয়ে আসতে বলে
অন্ধকারের গলি ছেড়ে, কিন্তু নতুন পথের দিশা
সেও পারেনি দেখাতে, তাই আলোর খোঁজে ছুটতে গিয়ে
আমার মুখোমুখি শুধু আমি, দিগ্‌ভ্রান্ত আমি ।
___________________ o _________________

/* কেউ যেন মনে না করে যে এই কবিতাটা তাকে উদ্দেশ্য করে লেখা */
                        মায়াজাল
                                    দেবাশিস মাইতি
আর চোখ তুলে তাকাতে পারিনা তার দিকে ,
কোন্ অপরাধে যে অপরাধী আমি ,
জানা নেই আজও , শুধু জানে অন্তর্যামী
কোনো দোষ ছিলনা আমার ।
ভালোবেসেছিলাম তাকে মনের অজান্তে ,
বলে ফেলেছিলাম তাকে প্রেমের কথা ,
অবিশ্বাস-ঘৃণা আর বুকে নিয়ে ব্যাথা
সে বন্ধুত্বও রাখলনা আমার সাথে ।
বলো আমি এখন কি করি ---
প্রেম কি শুধুই এক গোপন দীর্ঘশ্বাস !
ভালোবাসি , একথা তাকে বলতে পারব না !
একতরফা ভালোবাসা কি কোনো ঘৃণ্য অপরাধ ?
তবে সে কেন মুখ ফিরিয়ে নিল আমার থেকে ,
অন্তত বন্ধুত্বটুকুও রাখলনা ।
অবশ্য না রাখাই ভালো ---
কে আর দেখতে পারে তার ভালোবাসা
এক পরিযায়ী পাখি হয়ে
নিরন্তর সুখের ঠিকানা বদল করে চলে ।
যাক সে উড়ে দুই ডানা মেলে
দুচোখ যেদিকে যেতে চায় ।
ক্লান্ত একদিন সবাইকে হতে হয় ।
দেখি সে কোন্ ঠিকানা খোঁজে সেদিন
চূড়ান্ত বিশ্রামের তরে ।
আমার ব্যাথা আমার বুকে গুমরে কেঁদে মরে ।
সে যেন ভালো থাকে – এই কামনা করি ,
এর বেশী আমি আর কি চাইতে পারি ।
__________________ o ____________________ 
             সাদা জামা
                      দেবাশিস মাইতি
একা একা আমি হেঁটে চলে যাই ,
প্রকৃতির বুকে ঠিক খুঁজে নেব ঠাঁই ,
যাবনা ফিরে আর তোমার আশ্রয়ে ,
মুছে যাওয়া  হৃদয়ের খাতায় ।

সুদে-আসলে তোমার অনেক পাওনা বাকি ,
জ্ঞানে-অজ্ঞানে আমি দিয়েছি করে ফাঁকি ,
তোমার অনেক চাহিদা ছিল মেটাতে পারিনি
বোবা শারীরিক স্নিগ্ধতায় ।

তথ্য হিজিবিজি , চাইলে তবু রাজি ,
ভাবছি নতুন করে হাঁটছি মোহনায় ।
একা থাকার অসুখে , বন্য পশুকে
দিয়ে করাব কাঁটাতার ভাঙার অন্যায় ।

ভেবোনা কিছু ভুল , আগে দেব ফুল ,
লাল না সাদা নেবে তোমার ইচ্ছে -----
আগে তো পাই দেখা , নিয়ন্ত্রন রেখা
ভাঙার ঈঙ্গিত না পাপড়ি খসে যাচ্ছে ।

ভেবে নেব তবে চাইছনা তুমি আমায় ,
গাছ থেকে পাখি কিছু ফেলল সাদা জামায় -----
নদীতে ধোব জামা আর ধুয়ে নেব মন ,
কিনারায় দাঁড়িয়ে আছে ফালতু এ জীবন -----

পিছলে গেলে পা চুকে যাবে সব হ্যাপা ,
চেয়ে নেব সাঁতার  না জানা শেষ ক্ষমা ।
জলজ বাস্তুতন্ত্রে মিশে যাব রন্ধ্রে রন্ধ্রে ,
ভেসে শুধু থকবে সাদা জামা -----
_______________ o _____________

3 comments:

  1. Oye,tui amake niye ekta kobita likhechhili na? amake khub jaliyechhilio.. konta seta?

    ReplyDelete
  2. maiti re maiti.....offf...osomvob...

    ReplyDelete